চট্টগ্রাম: চট্টগ্রামের স্বার্থে চট্টগ্রামের পক্ষে সব সময় দৃঢ়তা নিয়ে কথা বলতেন প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামবাসী দলমত নির্বিশেষে বিশ্বাস করেন এবি এম মহিউদ্দিন চৌধুরী বেঁচে থাকলে বেনিয়া গোষ্ঠী সিআরবিতে হাসপাতালের স্বপ্ন দেখত না। এখনো চট্টগ্রামের যে কোন আন্দোলন সংগ্রামে উন্নয়নে প্রাসঙ্গিক হয়ে আছেন তিনি। তাই চট্টগ্রামের এ ন্যায্য দাবীর পক্ষে কথা বলতে উনার সহযোদ্ধা, অনুসারীরা সিআরবি রক্ষার অবস্থান কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছেন। চট্টগ্রামবাসী সব সময় উনার নেতৃত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে ধারাবাহিক অবস্থান কর্মসূচিতে চট্টগ্রামের গণ মানুষের নেতা, চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন বারের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টলবীর বীর মুক্তিযোদ্ধা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যু বার্ষিকীতে বুধবার (১৫ ডিসেম্বর) এসব কথা বলেন নাগরিক সমাজ চট্টগ্রামের নেতারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের কো-চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উদীচি শিল্পীগোষ্ঠীর মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহুফুজুর রহমান খান।
একাত্মতা ঘোষণার জন্য উপস্থিত ছিলেন স্বপন মজুমদার, খেলাঘর সংগঠনের বনবিহারী চক্রবর্তী, মো. আয়ুব, নান্টু বড়ুয়া, কবি অসীম দাশগুপ্ত, এম নুরুল হুদা চৌধুরী, তাপস দে, আমিনুল ইসলাম মুন্না, সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব, দিদারুল ইসলাম মুরাদ, সৈয়দ নাফিজ উদ্দিন, নুরুল আজম, অনির্বাণ দত্ত, জায়দিদ মাহমুদ প্রমুখ।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন