সিএন প্রতিবেদন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত সন্তানদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কারণ, তারা আধুনিক শিক্ষার পাশাপাশি শরীয়ত-মারেফাত ও তরীকতের জ্ঞান চর্চার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। পিতামাতার প্রতি তাঁরা খুবই দায়িত্বশীল আচরণ করে থাকে। নিজের পিতামাতাকে কখনো আলাদা রাখে না।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কাগতিয়া কামিল (এম. এ) মাদরাসার ৮৯তম এনামী জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, পয়গম্বর আসার দরজা বন্ধ হলেও যুগে যুগে গাউসুল আজম পীর বুজুর্গ আউলিয়াগণ আসার সিলসিলা জারী থাকবে। তারই ধারাবাহিকতায় আধাত্মিকতার মহান পুরুষ খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম (রা.)। যাঁর শ্রমে-ঘামে এবং নবী প্রেমে অনন্য হয়ে উঠেছে কাগতিয়া এশাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসা দরবার শরীফ। এ মাদরাসার উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধির জন্যে তিনি সারা জীবন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এসেছেন। যুগ-যুগ ধরে শরীয়তের জ্ঞান অর্জনের অন্যন্য বাতিঘর হিসেবে খ্যাত এই মাদরাসা। যার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল মনছুর, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া, চবি গণিত বিভাগের অধ্যাপক ড. জালাল আহমদ, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোরশেদুল হক, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মাবুদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, মো. দেলওয়ার হোসেন খাঁন প্রমুখ। জলসায় বক্তব্য রাখেন মুফতি কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন