সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মানুষের নির্দেশনা ছাড়াই অস্ত্রপাচারে সফল রোবট

সোমবার, জানুয়ারী ৩১, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের ডিজাইন করা রোবট ‘স্মার্ট টিস্যু অটোনোমাস রোবট’ বা ‘স্টার’ সংক্রিয়ভাবে চারটি শূকরের ওপর জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেছে। যেখানে প্রয়োজন হয় নি মানুষের নির্দেশনা বা সংস্পর্শ। 

সফট টিস্যু অস্ত্রোপচার সাধারণত একটি রোবটের জন্য জটিল বিষয়। কারণ এ ক্ষেত্রে অন্ত্রের দুইটি প্রান্তকে সংযোগ করতে হয় এবং এ প্রক্রিয়া চলাকালীন সময়ে কোনো প্রকার বাধা দেখা দিলে রোবটটিকে দ্রুত প্রক্রিয়াটির সাথে মানিয়ে নিতে হয়।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন কাং এবং তার ছাত্রদের তৈরি করা স্টার রোবটটি একটি মেশিন লার্নিং ট্র্যাকিং অ্যালগরিদম দ্বারা পরিচালনা করা হয়েছিল। জন হপকিন্সের অধ্যাপক অ্যাক্সেল ক্রিগার বলেন, “আমাদের গবেষণার ফলাফল বলে আমরা অস্ত্রোপচারের সবচেয়ে জটিল এবং সূক্ষ্ম কাজগুলোর ক্ষেত্রে স্টার নামক রোবটটি ব্যবহার করতে পারি। কারণ এটি একটি অন্ত্রের দুইটি প্রান্তের পুনঃসংযোগ দেয়ার কাজটি খুব ভালোভাবে সম্পাদন করেছে।”

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন