ঢাকা: মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত মাসুদ আলী খান আর নেই। তিনি ঢাকায় তার বাসায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল চারটা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে মাসুদ আলী খানের বয়স হয়েছিল ৯৫ বছর।
সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার।
মাসুদ আলী খান ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে জন্ম নেন। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সুহৃদ ও শুভাকাঙ্খী রেখে গেছেন। চাকরি জীবনে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব থেকে অবসর নেন।
মঞ্চের মাধ্যমে মাসুদ আলী খান অভিনয় জীবন শুরু করেন। ছোট পর্দায় ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হওয়ার পর অভিনয়ের অভিষেক ঘটে। চলচ্চিত্রে হয়ে উঠেন প্রিয় মুখ। গেল পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি প্রায় ৫০০ নাটকে অভিনয় করেছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুই দুয়ারি, দীপু নাম্বার টু, মাটির ময়না। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে কূল নাই কিনার নাই, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই।
অভিনেতা মাসুদ আলী খান তার অভিনয় জীবনে একুশে পদকপ্রাপ্ত ছাড়াও অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাকে মেরিল-প্রথম আলো পুরস্কার (২০২৩) ও আজীবন সম্মাননা দেয়া হয়।
সিএন/আলী
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন