নিজস্ব প্রতিবেদক: আইকনিক মেক্সিকান অভিনেত্রী কারমেন স্যালিনাস ৮২ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তার মৃত্যুর খবর পরিবারে পক্ষ থেকে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, স্যালিনাস বৃহস্পতিবার মারা গেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে বিশদ বিবরণ পরে ঘোষণা করা হবে।
এর আগে নভেম্বরে সেলিনাস স্ট্রোক করার পর হাসপাতালে ভর্তি হন এবং মেক্সিকো সিটির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মেক্সিকান টেলিভিশন এবং চলচ্চিত্রে এই অভিনেত্রীর ছয় দশকেরও বেশি অভিজ্ঞতা ছিল।২০১৫ সালে তিনি মেক্সিকান কংগ্রেসে প্রাতিষ্ঠানিক বিপ্লবী পার্টির প্রতিনিধিত্বকারী একটি আসনে নির্বাচিত হন।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন