নিজস্ব প্রতিবেদক: সাবেক মার্কিন সিনেটর এবং রিপাবলিকান রাষ্ট্রপতি পদপ্রার্থী বব ডল মারা গেছেন। রবিবার (৪ ডিসেম্বর) ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর।
তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বব ডল শুধু আমাদের পরিবারের অংশ নন তিনি সমগ্র আমেরিকানদের৷ আপনারা বিগত বছরগুলোতে উনার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তিনি আমাদের অনুপ্রেরণা ও শক্তির উৎস। তার এই বিদায় হৃদয়বিদারক তবে আমরা কাঁধবো না। আমরা তার জীবনে ত্যাগ ও অর্জনগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের সান্ত্বনা দেবো।
এইদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বব আমাদের ইতিহাসের খুব কম লোকের মতো একজন আমেরিকান রাষ্ট্রনায়ক ছিলেন। একজন যুদ্ধের নায়ক এবং সমস্ত প্রজন্মের সেরাদের মধ্যে একজন। আমার কাছে তিনি একজন বন্ধুও ছিলেন যাকে আমি নির্ভরযোগ্য দিকনির্দেশনার জন্য দেখতে পারি। আমি আমার বন্ধু মিস করব। ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন এবং আমাদের জাতি তাঁর শালীনতা, মর্যাদা, ভাল রসবোধ এবং দেশপ্রেমের উত্তরাধিকারে চিরকাল বেঁচে থাকুক।
রবার্ট ডল ১৯২৩ সালের ২২ জুলাই কানসাসের রাসেলের ছোট শহরে জন্মগ্রহণ করেছিলেন।
তার বাবা ডোরান স্থানীয় ক্রিমারি চালাতেন এবং তার মা বিনা মাঝে মাঝে সেলাই মেশিন বিক্রি করতেন। তিনি তিন ভাইবোনের সাথে বড় হয়েছেন। চার ভাইবোন এক কক্ষে, একটি বাইক এবং এক জোড়া রোলার স্কেট ভাগ করে বসবাস করেছেন।
তিনি কলেজ থেকে স্নাতক পাস করেন। আইন স্কুলে থাকাকালীন কানসাস রাজ্যের আইনসভায় একটি আসন জিতেছিলেন। তিনি ১৯৬৯ সালে কংগ্রেসে একটি আসন জিতেছিলেন এবং ১৯৬৮ সালে সিনেটে নির্বাচিত না হওয়া পর্যন্ত হাউসে দায়িত্ব পালন করেন।
ডলে তিনবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ১৯৮০ সালে প্রাইমারিতে রোনাল্ড রিগানের কাছে এবং ১৯৮৮ সালে জর্জ এইচডব্লিউ বুশের কাছে হেরেছিলেন। তিনি ১৯৯৬ সালে রিপাবলিকান দলের মনোনয়ন জিতেছিলেন, কিন্তু সাধারণ নির্বাচনে বিল ক্লিনটনের কাছে হেরে যান।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন