শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

মার্কিন দূতাবাসগুলোকে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে ট্রাম্প প্রশাসন

শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

প্রিন্ট করুন


দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের কূটনৈতিক বহরের কর্মীবাহিনী ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দূতাবাসকে স্থানীয় ও মার্কিন উভয় কর্মীদের মধ্যে ১০ শতাংশ ছাঁটাইয়ের জন্য বিবেচনা করতে বলেছে। কাদের বাদ দেওয়া যেতে পারে, সে সংক্রান্ত তালিকাও শুক্রবারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মী রয়েছে। ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান ডিপ্লোমেসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোর বেশিরভাগ কর্মীই স্বাগতিক দেশ থেকে নিয়োগ পেয়ে থাকে।

মার্কিন এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগ থেকে প্রায় ৬০ জন চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই করা হয়েছে। অন্যান্য বিভাগেও একই রকম ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবিসি নিউজ প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ কর্মী সংক্রান্ত বিষয়ে তারা মন্তব্য করে না।

এর আগে বুধবার এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠনের নির্দেশ দেন। ‘ওয়ান ভয়েস ফর আমেরিকান ফরেন রিলেশন’ শীর্ষক ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, প্রেসিডেন্টের চাহিদা পূরণে ব্যর্থতা পেশাগত শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে এবং এর ফলে কর্মীদের বরখাস্তও করা হতে পারে।

ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বন্ধ করাসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় অস্থিরতার সৃষ্টি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন