শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

মালয়েশিয়ায় কারাগার থেকে মুক্তি পেলেন খায়রুজ্জামান

বুধবার, ফেব্রুয়ারী ১৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: অবশেষে মুক্তি পেলেন মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান। স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে দেশটির অভিবাসন বিভাগের সদর দপ্তর থেকে মুক্তি দেওয়া হয়। খায়রুজ্জামানের মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী রিতা রহমান।

খায়রুজ্জামানের আইনজীবী জানান, তাকে নিঃশর্ত মুক্তি দিয়েছেন আদালত। ফলে তিনি এখন একজন মুক্ত মানুষ। স্থানীয় সময় দুপুর ১টায় আমাদের অফিসকে তার মুক্তির বিষয়ে জানানো হয়েছে। আমাদেরকে বলা হয়েছে তাকে রিসিভ করতে।

মুক্তির পর একটি সংবাদমাধ্যমকে খায়রুজ্জামান বলেন, বাংলাদেশ সরকারের মিথ্যা অভিযোগে আটক হওয়ার পর আমি অনেক বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। বিশেষ করে আমার পরিবারের সদস্যরাও উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছিল। তারা আমার স্বাস্থ্যের জন্য অত্যন্ত চিন্তিত ছিল। এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রে আমার স্ত্রীর কাছে যাবো। জেল থেকে বের হওয়ার পরপরই আমি তার সঙ্গে কথা বলেছি।

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কুয়ালালামপুরে ঢাকার হাইকমিশনার নিযুক্ত হন খায়রুজ্জামান। এ ছাড়া মিশর, ফিলিপাইন ও মিয়ানমারেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত ১০ বছরের বেশি সময় ধরে কুয়ালালামপুরে অবস্থান করা এই বাংলাদেশিকে স্থানীয় আম্পাং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দেশটির অভিবাসন আইন ভঙ্গ করেছিলেন বলে অভিযোগ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করার কথা জানায় কর্তৃপক্ষ।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন