শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক

রবিবার, আগস্ট ২৫, ২০২৪

প্রিন্ট করুন
322695 malaysia 1

সিএন প্রতিবেদন: মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাস বিভাগ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে অন্যান্য দেশের আরও ২৬ জনকে আটক করা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) রাজ্যের কুয়ানতান এবং রোমপিং এলাকায় অভিযান পরিচালনা করে এই ৩৯ জন অভিবাসীকে আটক করা হয়।

রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে বলেছে, অবৈধ অভিবাসীরা অবস্থান এবং কাজ করছে, স্থানীয়দের কাছ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ১৯ জন কর্মকর্তার সমন্বয়ে কুয়ানতান এবং রোমপিংএ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৭৫ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর এর মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এমন ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান ২৪, বাংলাদেশ ১৩, থাই এক এবং একজন ভারতীয় নাগরিক। আটকদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে। তাদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫১(৫)(বি) এর অধীনে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন