সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মা ছেলের বিরোধ মিটাতে গিয়ে প্রাণ হারালো পুলিশ অফিসার

শনিবার, জানুয়ারী ২২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের হারলেমে মা ও ছেলের বিরোধ মিটাতে গিয়ে ছেলের (৪৪) বন্দুকের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর একজন। আহত পুলিশ অফিসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলেছে, অফিসারদের গুলি করার জন্য ব্যবহৃত অস্ত্রটি ২০১৭ সালে বাল্টিমোর থেকে চুরি করা হয়েছিল।

স্থানীয় সময় শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় হারলেমের ১৩৫ তম স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। এই নিয়ে গত ৭২ ঘন্টায় মোট চারজন পুলিশ কর্মকর্তা এবং তিনজন সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজন অফিসার ব্রঙ্কসে এবং একজন স্টেটেন আইল্যান্ডে গুলিবিদ্ধ হন।

জানা গেছে,  পারিবারিক কলহের জেরে হারলেমের শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ ওই অ্যাপার্টমেন্টে মা ছেলে সহিংসতায় জড়ায়। এসময় মা জরুরি সেবায় কল করে পুলিশের সহায়তা চাইলে তিন অফিসার ঘটনাস্থলে পৌঁছান। পরে বিরোধ নিয়ে সন্তানের সাথে কথা বলতে গেলে হঠাৎ গুলিবিদ্ধ হোন দুই পুলিশ অফিসার। এতে নিহত হোন ২২ বছর বয়সী এক পুলিশ অফিসার এবং অন্যজন গুরুতর আহত হোন।  পরে আরেক পুলিশ অফিসার অভিযুক্ত সন্তান লাকসমান ম্যাকনিলকে (৪৭) গুলি করেন। 
হামলার শিকার অফিসারদের একজন ২০২০ সালে এবং অন্যজন ২০১৮ সালে নিউইয়র্ক পুলিশে যোগদান করেন। অফিসাররা এর আগে গত আগস্টে একটি গার্হস্থ্য সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা মিমাংসা করেন। 

এইদিকে অভিযুক্ত ম্যাকনিল ২০০৩ সালে মাদকদ্রব্যের জন্য নিউইয়র্ক সিটিতে গ্রেফতার হয়েছিলেন।  এছাড়া সিটির বাইরে চারবার গ্রেফতার হয়েছিলেন। যার মধ্যে এবার বেআইনি অস্ত্র রাখা দায়ে এবং আরেকবার এক পুলিশ অফিসারের উপর হামলার দায়ে গ্রেফতার করা হয়েছিলো তাকে।

নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেছেন, “ওই পরিবারের কলহ মিটাতে ঘটনাস্থলে পৌঁছে হামলার শিকার হয় পুলিশ অফিসাররা। এটি একটি নির্মম হত্যাকাণ্ড। নিহত ও আহত পুলিশ অফিসারের পরিবার যে যন্ত্রণাদায়ক পরিস্থিতি পার করছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। “

সিটি মেয়র এরিক এডামস বলেন, “এটি শুধুমাত্র তিনজন সাহসী অফিসারের উপর হামলা ছিল না বরং পুরো নিউইয়র্ক শহরের উপর আক্রমণ; এটি শহরের শিশু এবং পরিবারের উপর আক্রমণ।”

পিবিএ প্রেসিডেন্ট প্যাট্রিক লিঞ্চ বলেন, “শিশুদের গুলি করা থেকে থামান, সহিংসতা বন্ধ করুন, বন্দুক আসছে – আমাদের তাদের বেল্ট থেকে নামিয়ে আনতে সাহায্য করুন যাতে তারা আর কখনও গুলি না হয়।”

গভর্নর ক্যাথি হোচুল অফিসারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে  টুইটারে এক বিবৃতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমাদের রাজ্যে অবৈধ বন্দুকের প্রবাহ বন্ধ করতে এবং সহিংসতার মূল কারণগুলিকে খুঁজে পেতে হবে। সিটির জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করছেন। আমরা তাদের সেই ভোটের মূল্য রাখবো। আমি আমাদের শহরগুলিকে ভয়ে আঁকড়ে ধরার অনুমতি দিতে পারি না। শহরের নিরাপত্তা নিশ্চিতে আমি সিটি মেয়রকে আমার পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছি।”

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন