চলমান ডেস্ক: বিগত কয়েক মাস ধরে অভিনয়ের ভাইনে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আর এই নিয়ে ভক্তদের মনে জন্মে ছিলো নানান প্রশ্নের। গুঞ্জন উঠেছিলো মা হওয়ার কারণেই অন্তরালে তিশা। তবে এবার গুঞ্জন ছেড়ে নিজেরাই ঘোষণা দিলে সেই সুখবর। মা–বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী দম্পতির পরিবার।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এমন খবর জানিয়েছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে এক ফেসবুক পোস্টে নতুন বছরে নতুন সুখবর নিয়ে নিজের অনুপস্থিতর কথা জানান তিশা।
মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’
এইদিকে এক ফেসবুক পোস্টে দুটো ছবি জুড়ে দিয়ে তিশা লিখেছেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- “আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো?” “আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?”
এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারন আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকী একদিন সাহস করে তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। এরপর বিয়ে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন