মিনেসোটা: যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অবস্থিত দেশটির সবচেয়ে বড় শপিং মলে বন্দুকধারীর গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্লুমিংটন পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের।
লুমিংটনের পুলিশ প্রধান বুকার হজ জানিয়েছেন, নিহত তরুণের বয়স মাত্র ১৯ বছর। মল অব আমেরিকা নামের ওই শপিং মলটির নর্ডস্টর্ম নামে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নিহত কিশোরের গা থেকে রক্ত ছিটকে পাশে থাকা আরেক ব্যক্তির গায়ের জ্যাকেটও রক্তাক্ত হয়ে যায়।
বুকার হজ আরো জানিয়েছেন, সম্ভবত দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কোন দ্বন্দ্ব চলছিল। ঘটনার সময় দুই পক্ষই উপস্থিত ছিল ও তাদের মধ্য থেকেই কেউ একজন গুলি বের করে ওই তরুণকে বেশ কয়েক বার গুলি করে। পুরো ঘটনা ঘটতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।
এ সময় হজ অপরাধীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান ও সবাইকে অপরাধীদের সহায়তা করা থেকে বিরত থাকার অনুরোধ করেন।
এ দিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ঘটনার সময় আশপাশের দোকানগুলোর মালিকরা যার যার দোকানে লুকিয়ে পড়ে। এ সময় কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের সাহায্যে মলে অবস্থানরতদের নিরাপদে আশ্রয় নেয়ার অনুরোধ করা হয়।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন