নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর পাহাড়ে মিলেছে আড়াই হাজার বছরের পুরানো প্রত্মতত্ত্ব সম্পদের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব নিদর্শন খ্রিষ্টীয় তৃতীয় থেকে ষষ্ঠ শতকের মধ্যকার।
মিরসরাইয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘নয়া দালান’ এর উদ্যোগে এই অনুসন্ধান পরিচালিত হয়। পাঁচ বছর ধরে ওয়াহেদপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ে অনুসন্ধান চালিয়ে প্রত্নতাত্ত্বিক সম্পদের সন্ধান পান চার গবেষক। তাঁরা হলেন চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাদেকুজ্জামান তনু, একই বিভাগের প্রভাষক মুতাসিম বিল্লাহ ও প্রত্নতাত্ত্বিক স্থানটির আবিষ্কারক লেখক গবেষক ওসমান গনি এনু।
গবেষকেরা জানিয়েছেন, মিরসরাইয়ে এর আগে এত প্রাচীন কোনো নিদর্শন আর পাওয়া যায়নি। সেখানে মাটি খুঁড়ে ইটের দেয়াল, পিলার, মূর্তির ভাঙা অংশ, বিভিন্ন রকম পাথরসহ প্রায় ২২ ধরনের নিদর্শন খুঁজে পাওয়া গেছে।
গবেষক ওসমান গনি এনু বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর আমি পাহাড়ে প্রত্নতত্ত্বের অনুসন্ধান করি। এখন এটি উন্মোচনের অপেক্ষায়। এটি এখন রাষ্ট্রীয় সম্পদ।’
উদ্যোক্তা সংস্থা ‘নয়া দালান’ এর চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, ‘এটি খনন করলে শুধু মিরসরাই নয়, এ অঞ্চলের ইতিহাসেও অজানা অধ্যায় সংযোজিত হবে। সরকারের সহযোগিতায় মহামূল্যবান এই জাতীয় সম্পদ উন্মোচিত হোক।’
এইদিকে এসব বিষয় নিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে নয়া দালান সেখানে এই প্রত্মতত্ত্ব নিদর্শনের বিষয়ে জানানো হয়। নয়া দালানের উপদেষ্টা ড. কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা এমডি এম মহিউদ্দিন চৌধুরী সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য উপদেষ্টা শেখ আতাউর রহমান, প্রত্মতত্ত্ব স্থানটির আবিষ্কারক ওসমান গনি এনু ও প্রত্মতত্ত্ব বিশেষজ্ঞ ড. আহমেদ আবদুল্লাহ।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন