চট্টগ্রাম: বাংলাদেশের প্রকৌশলী ও চিকিৎসক সম্পর্কে সম্প্রতি জামালপুর-তিন আসনের সাংসদ মির্জা আজমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, গত ১৯ জানুয়ারি জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি কর্তৃক আয়োজিত এক সভায় মির্জা আজম বাংলাদেশের প্রকৌশলী ও চিকিৎসক সম্পর্কে অশোভন মন্তব্য করেছেন। যে কোন পেশাজীবী সম্পর্কে এ ধরনের মন্তব্য নিন্দনীয়, কুরুচিপূর্ণ ও অগ্রহণযোগ্য। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দেশের প্রকৌশলী ও ডাক্তার সম্পর্কে মির্জা আজমের অপবাদমূলক ও নিন্দনীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
যেখানে শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন ‘ভিশন-২০৪০’ বাস্তবায়নে দেশের প্রকৌশলী ও ডাক্তাররা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে করোনা ভাইরাস মহামারিতে ও সন্মুখযোদ্বা হিসাবে দিন-রাত নিরলসভাবে কাজ করে দেশের উন্নয়ন ও স্বাস্থ্য সেবাকে সুরক্ষিত রেখেছেন; সেখানে জাতীয় সংসদের একজন দায়িত্বশীল সদস্যের প্রকৌশলী ও ডাক্তার সমাজকে হেয় প্রতিপন্ন করে জনসন্মুখে বক্তব্য দেয়া ওই পেশাজীবীদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে নিরুৎসাহিত করবে। তার এ বক্তব্য দেশের প্রকৌশলী ও চিকিৎসকরা মর্মাহত ও সংক্ষুব্ধ।
এ অবস্থায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মির্জা আজমকে দ্রুত তার বক্তব্য প্রত্যাহার করে প্রকৌশলী ও ডাক্তারদের কাছে নিন্দনীয় বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার জন্য আহবান করছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন