শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

মির্জা মুহাম্মদ শহীদুল্লাহর দুই বইয়ের মোড়ক উন্মোচন

শুক্রবার, মার্চ ১১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ রচিত দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ‘ভোর বেলারি শুকতারা গগন জোড়া মা’ এর মোড়ক উম্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এবং ‘শিক্ষা ও প্রাসঙ্গিক ভাবনা’ এর মোড়ক উম্মোচন করেন চসিকের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলায় বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বই দুইটির মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় মেলা পরিষদের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দীন আহমদ মঞ্জু, ক্রীড়া ব্যক্তিত্ব মো. আকরাম খাঁন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, চট্টগ্রাম জেলার প্রশাসক মোমিনুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চসিকের সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, সৃজনশীল প্রকাশনা পরিষদের মহিউদ্দিন শাহ আলম নিপু উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন