চট্টগ্রাম: চট্টগ্রামে ডায়াগনস্টিক সেবা দানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্য সেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি সই করেছে মিলভিক বাংলাদেশ লিমিটেড । বুধবার (২৬ জানুয়ারী) এপিক হেলথ কেয়ারের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি সই হয়।
এপিক হেলথ কেয়ারের প্রধান অপারেশন্স কর্মকর্তা (সিওও) ডাক্তার মো. এনামুল হক ও মিলভিকের হেড অব সার্ভিস অপারেশন দেবজিত চক্রবর্তী চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে মিলভিকের হেড অপ স্ট্রাটেজিক পার্টনারশিপ নুরুল মুরসালিন, এসিস্ট্যান্ড ম্যানেজার (সেলস) মো. শাখাওয়াত, এপিকের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস এন্ড) মার্কেটিং টিএম. হান্নান, বিজনেজ ডেভেলপমেন্ট ডাইরেক্টর মো. জসিম উদ্দিন, করপোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড ম্যানেজামেন্টের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জহির রায়হান ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে মিলভিক বাংলাদেশের সব সেবাগ্রহীতা, সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার এপিক হেলথ কেয়ারের বিশেষ সুবিধা পাবেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন