সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সামার ফ্যাস্টিভ্যাল। রোববার (১৩ জুলাই) ইসলামী সেন্টার অব নর্থ ডেট্রয়েট, মসজিদ আল-ফালাহ এবং আল-কোরআন একাডেমির যৌথ আয়োজনে আল-ফালাহ মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত এক মিলনমেলা।
ফ্যাস্টিভ্যালে শিশু-কিশোরদের জন্য ছিল ট্রেনে চড়া, ঘোড়ায় চড়াসহ নানা ধরনের রাইড ও জীবন্ত পশু-পাখি দেখার সুযোগ। আরও ছিল খাবারের স্টল, দেশীয় পোশাক, অলংকার, বই ও ঘর সাজানোর সামগ্রীর মনকাড়া সমারোহ।
বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রতিবছর এমন আয়োজনের আহ্বান জানান। আয়োজকেরা জানান, দেশে-বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে ফ্যাস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন