বুধবার, ১২ নভেম্বর ২০২৫

শিরোনাম

মিশিগান বইমেলার উদ্বোধন

সোমবার, নভেম্বর ১০, ২০২৫

প্রিন্ট করুন

আমেরিকার মিশিগানে জমজমাট আয়োজনে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত মিশিগান বইমেলা। রোববার দুপুর ১টায় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে বইমেলার শুভ সূচনা করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ডা. দেবাশীষ মৃধা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়ক ও মিশিগান বইমেলার সদস্যসচিব মৃদুল কান্তি সরকার, যুগ্ম আহ্বায়ক চিনু মৃধা ও চিন্ময় আচার্যসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা।

বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের মধ্যে আছে বাতিঘর, প্রথমা ও অনন্যা প্রকাশন। যুক্তরাষ্ট্র থেকে এসেছে নিউইয়র্কের বিখ্যাত মুক্তধারা প্রকাশনী। স্থানীয় প্রকাশকদের মধ্যে বর্ণমালা মিশিগান, শব্দপত্র প্রকাশনা এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় শিশু ও কিশোরদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ম্যাথ অলিম্পিয়াড। প্রতিযোগিতাগুলোতে ছিল শিশুদের দারুণ উৎসাহ ও অংশগ্রহণ। শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট।

বইপ্রেমীদের ভিড়ে মুখরিত মেলায় ছিল বাংলাদেশি খাবারের স্টল, শিশুদের বিনোদনের ব্যবস্থা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণোচ্ছল উৎসবে পরিণত হয়েছে মিশিগান বইমেলা। শুধু বই নয়, এই মেলা হয়ে উঠেছে প্রবাসে বাঙালিদের হৃদয়ের এক মিলনমেলা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন