সিএন প্রতিবেদন: মিয়ানমারের কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়া ৮৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১২৩ সদস্যকেও ফেরত পাঠানো হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের নৌ জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ করে ৮৫ বাংলাদেশি নাগরিক দেশে পৌঁছান। একই জাহাজে করে বিজিপির ১২৩ সদস্যকেও ফেরত পাঠানো হয়। দুপুরে কক্সবাজার শহরের নুনিয়াছটার বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর চলমান সংঘাতের মধ্যে গত দুই মাসে কয়েক দফায় নাফ নদী অতিক্রম করে সে দেশের সেনাবাহিনী এবং বিজিপির ১২৩ সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন