মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মিয়ামি বিচে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ২

রবিবার, ফেব্রুয়ারী ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামি সমুদ্র সৈকতের কাছে আটলান্টিক মহাসাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টারের তিন যাত্রীর মধ্যে দুইজন আহত হয়েছেন। তারা জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল দুইটার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্তের খবরে আশাপাশের মানুষ ছুটে আসেন। এসময় তারা সমুদ্রে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কেউ গুরুতর আহত হোন নি।

পুলিশ বলছেন, আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে কি কারনে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কারণ এখনো জানা যায় নি। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন