শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ডরেইজিং ডিনার

রবিবার, নভেম্বর ৫, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ফান্ডরেইজিং ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নির্মাণাধীন মসজিদে নামিরার জন্য অনুদান সংগ্রহ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার সাবেক জাতীয় সভাপতি ইমাম দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মো. রাশেদুজ্জামান ও বিএমএএনএ’র নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ড. আতাউল এইচ ওসমানী।

অনুষ্ঠানে বক্তারা, ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মসজিদে নির্মাণে সহায়তার ফজিলত কুরআন ও হাদিসের আলোকে সবার সামনে তুলে ধরেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন