বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে করোনায় শনাক্ত ৫

শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১

প্রিন্ট করুন
prothomalo bangla 2021 10 02392121 8007 42f4 87de 8f725a9debff photo 1583324113626 70df0f4deaab 1

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪৯৪ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৩২ জনে।

শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৯ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৪৯ শতাংশ। শনাক্তদের মধ্যে চারজন নগরের এবং একজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আরএইচ/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন