বিনোদন ডেস্ক: ঢাকার বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় নিহত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। ২৩ বছর বয়সী জাহিদুলের বাড়ি ময়মনসিংহে।
এ ঘটনায় জাহিদুলের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে মামলায়।
এদিকে শিক্ষার্থী জাহিদুলের নিজ ক্যাম্পাসে হত্যার ঘটনাটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে। এ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সচেতন মহল এবং শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা কথা বলছেন। অনেকেই বলছেন, ঘটনার আগে বহিরাগত দুই মেয়েকে দেখে পারভেজ ও তার কিছু বন্ধু হাসাহাসি করেছিলেন। পরে সেই দুই মেয়ের অভিযোগের ভিত্তিতে হামলা চালানো হয় তাদের ওপর।
এবার এ ঘটনায় কথা বললেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেছেন রাষ্ট্রের কাছে। রোববার (২০ এপ্রিল) সকাল ৮টা ৫০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো, এতে করে একটা প্রাণ চলে যাবে?’
এছাড়াও এ নায়ক লিখেছেন, ‘রাষ্ট্র মেয়ে দুটার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক, অসুবিধা নাই। রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।’
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন