বৃহস্পতিবার, ০৭ আগষ্ট ২০২৫

শিরোনাম

মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে সরকার: প্রেসসচিব

বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

প্রিন্ট করুন
অ্যাওয়ার্ড

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের উদ্ধারে সাহসী ভূমিকা রাখায় শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মেহেরিন চৌধুরীর নামে শিক্ষা মন্ত্রণালয় একটি অ্যাওয়ার্ড চালু করবে, যা দেওয়া হবে শিক্ষকদের। এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।

দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন