নিজস্ব প্রতিবেদক: যুবকের ধাক্কায় সাবওয়ে রেল লাইনে পড়ে নিউইয়র্কের ম্যানহাটনে ৬১ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনা ভুক্তভোগী ট্রেনের সাথে ধাক্কা লাগার আগেই নিরাপদে প্ল্যাটফর্মে উঠে আসতে সক্ষম হন।
স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) ফুলটন স্ট্রিট স্টেশনের দক্ষিণমুখী এ/সি লাইনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী এক যুবক আহত ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অভিযুক্তকে ধরতে তদন্ত করছে পুলিশ। সে একটি ছদ্মবেশী জ্যাকেট পরা ছিলো।
এর আগে, প্রায় সপ্তাহ খানেক আগে ওয়েস্ট সাইডের মিশেল গোকে (৪০) নামে এক মহিলাকে টাইমস স্কয়ারে ট্রেনের জন্য অপেক্ষা করার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এক গৃহহীনকে আটক করে পুলিশ।
আইআই /সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন