সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ম্যানহাটনে অফ-ডিউটি পুলিশ সদস্যের উপর বন্দুক হামলা

বৃহস্পতিবার, ডিসেম্বর ৯, ২০২১

প্রিন্ট করুন
MyoWPxaQicUmqMp7 20170701 brp501 1

নিজস্ব প্রতিবেদক: ম্যানহাটনের হারলেমে এক অফ-ডিউটি পুলিশ অফিসারের উপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি ৷ স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) পশ্চিম ম্যাকম্বস প্লেসের কাছে ১৫৪ নম্বর রাস্তায় এ ঘটনা ঘটে। 
জানা যায়, হামলাকারী একটি গাড়ি অপহরণ করার চেষ্টা করছিলো । এসময় নিউইয়র্ক সিটি পুলিশের অফ-ডিউটিতে থাকা এক সদস্যকে লক্ষ্য করে বন্দুক চালানো হয়৷ 

পুলিশ জানায়, বন্দুক ওই পুলিশ সদস্যকে আঘাত করে নি। তবে তার গাড়ির ক্ষতি হয়েছে। এ ঘটনায় হামলাকারী পালিয়ে গিয়েছে। 

পুলিশ আরো জানায়, ওই ব্যক্তির উচ্চতা প্রায় ৬ ফুট ১  ইঞ্চি। শেষবার তার সে কালো হুডযুক্ত সোয়েটশার্ট, একটি কালো চামড়ার জ্যাকেট এবং কালো প্যান্ট পরা ছিলো। ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন