নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ম্যানহাটনে এক ঘন্টার ব্যবধানে তিনটি গাড়ি হাইজ্যাকের ঘটনা ঘটেছে৷ বুধবার (১২ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথম ঘটনাটি বিকেল চারটায় মিডটাউনে ঘটে। একজন সন্দেহভাজন একটি স্কি মাস্ক এবং সমস্ত কালো পোশাক পরিহিত অবস্থ্য় একটি টেজার বের করে ৫৪ নম্বর রাস্তায় একটি গাড়ি চুরি করে। এছাড়া তৃতীয় গাড়িটি ব্রুকলিন থেকে চুরি হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রথম ও তৃতীয় গাড়ি উদ্ধার করা হয়েছে। তবে দ্বিতীয় গাড়িটির এখনো কোন হদিস মেলে নি। এছাড়া তৃতীয় গাড়ির সাথে একজনকে আটক করে। অভিযানের সময় বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হয়েছে বলেও জানায় পুলিশ।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন