রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ম্যানহাটনে এক পুলিশ অফিসারের উপর বন্দুক হামলা

রবিবার, জানুয়ারী ২, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 02T203855.175 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ম্যানহাটনে এক অফ-ডিউটি পুলিশ অফিসারকে গুলি করে জখম করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ অফিসারকে নিউইয়র্কের প্রেসবিটারিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১ জানুয়ারি) ভোর রাতের দিকে ইস্ট হারলেমের ১১৯ নম্বর রাস্তায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে কর্মী সংকট হওয়ায় শিফট বদল করে কাজ করতে হচ্ছে সিটির পুলিশ অফিসারদের। আহত ওই অফিসার রাতের শিফট শেষ করে সকালের শিফটের জন্য প্রস্তুত হতে তার গাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তার উপর গুলি চালানো হয়। এতে তার মাথায় গুলি লাগলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

চিকিৎসকরা বলেছেন,  বুলেটটি গাড়ির কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করলেও আলৌকিক ভাবে এটি তার মাথার গভীরে ঢুকে নি। যার জন্য মারাত্বক ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছেন তিনি।

এ বিষয়ে নবনিযুক্ত পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল বলেন, আমরা শহরের বন্দুক সহিংসতা নিয়ে যথেষ্ট তৎপর। আমরা এ ঘটনা গুরুত্বসহকারে দেখছি। আশা করছি আহত পুলিশ অফিসার দ্রুত সেরে উঠবেন।  এ ঘটনায় অভিযুক্তকে ধরতে পুলিশ ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন