নিজস্ব প্রতিবেদক: মিডটাউনের ম্যানহাটনে একটি ক্রিসমাস ট্রিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। তবে এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটে নি। স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আটককৃত ওই ব্যক্তির নাম ক্রেগ তামানাহা (৪৯)। সে একজন গৃহহীন। তার বিরুদ্ধে অপরাধমূলক আচরণ, বেপরোয়া বিপদ, অগ্নিসংযোগ, অন্যদের বিপদে ফেলা, অপরাধমূলক অনুপ্রবেশ, অপরাধমূলক টেম্পারিং এবং উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ আনা হয়েছিল।
জানা যায়, গত রবিবার লাল, সাদা এবং নীল রঙে গাছটি সাজানো হয়। এটি প্রায় ৫০ ফুট উঁচু ছিলো। যেটি প্রায় ১০০০০ কাঁচের অলঙ্কার এবং ১ লক্ষ বাতি দিয়ে সজ্জিত ছিল। আর এটি তৈরি করতে ২১ ঘন্টার বেশি সময় লাগে।
নিউইয়র্ক সিটি পুলিশ জানায়, ক্রিসমাস ট্রি আগুন লাগার খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এ সময় তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ক্রিসমাস ট্রি পুড়ে যায় লাগে।
পুলিশ আরো বলেন, ঘটনায় আটককৃত ওই ব্যক্তি থেকে একটি লাইটার পাওয়া গিয়েছে। বিষয়েটি নিয়ে আরো তদন্ত করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন