শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ম্যারিল্যান্ডে হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা

বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 45 1

নিজস্ব প্রতিবেদকঃ 

ম্যারিল্যান্ডে “হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২১” অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর ম্যারিল্যান্ডের রকভিল হোটেলে বাংলাদেশী এমেরিকান ফাউন্ডেশন(বিএএফ) উদ্যোগে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 সংগঠনের সভাপতি আফতাব আহমেদের সভাপতিত্ত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাসান চৌধুরীর পরিচালনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন, বিশেষ অতিথি অন্যপ্রকাশ প্রকাশনীর স্বত্তাধিকারী মাজহারুল ইসলাম, এটিএন বাংলার প্রধান বার্তা পরিচালক জই মামুন, ডিসি একুশে এলায়েন্সের কোঅর্ডিনেটর ও লেখক সামছুদ্দীন মাহমুদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ কাজল, মোহাম্মদ ফারুক, বাবুল চৌধরী, লস্কর আহমেদ, সাইফুল বাবর, মতিন পারভেজ, মেনন হক, খালেদ ফিরোজ, সারোয়ার মিয়া, ইসমাঈল হোসেন, মোহাম্মদ শাহজাহান, হুমায়ুন কবির বাবু, নুরুল ইসলাম মোল্লা, আলতাফ হোসেন, তানভীর হাসান, রাউডি রায়হান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ শফিউল্লাহ, আনোয়ার জিন্নাহ, মামুন মুতালিব, জুয়েল মজুমদার প্রমুখ। 


তবে করোনা ও অমিক্রনের ঝুঁকি এড়াতে সীমিত পরিসরে এ ঘরোয়া অনুষ্ঠানটি শুরু হলেও পরে আর ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে বক্তারা হুমায়ুন আহমেদের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন। অনেকে তার ব্যক্তিগত স্মৃতিচারণ ও করেন। অনুষ্ঠানের শেষে হুমায়ুন আহমেদের পত্নী খালি গলায় হুমায়ুন আহমেদ এর কয়েকটি বিখ্যাত গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেন। 

সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের চেয়ারপার্সন  ও রাজনৈতিক ব্যক্তিত্ব কবিরুল ইসলাম।

আরএইচ/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন