সিএন প্রতিবেদন: কয়েক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ফের টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর নতুন করে কয়েকটি টর্নেডোর সতর্কবাতা দিয়েছে। সম্ভাব্য এসব টর্নেডোতে অন্তত ৯ কোটি মানুষ ঝুঁকির মধ্যে পড়তে পারে।
টর্নেডো ঝুঁকিতে থাকা অঙ্গরাজ্যগুলো হলো- ইলিনয়, আইওয়া, আরকানসাস, মিজৌরিসহ আরও কয়েকটি।
আবহাওয়া অফিস জানায়, বুধবার (০৫ এপ্রিল) স্থানীয় সময় রাত আনুমানিক তিনটার পর মিজৌরি অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডো আঘাত হানতে শুরু করে। এতে বলিঞ্জার কাউন্টিতে বেশি ক্ষয়ক্ষতি হয়। টর্নেডোর ঝড়ে পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ৮৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ১২টি ভবন ধ্বংস হয়েছে।
এর কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলে অর্ধশতাধিক টর্নেডোর আঘাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়। বিধ্বংসী এই টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়ি-ঘর। বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখো বাসিন্দা।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন