শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাজ্যে করোনার ‘ওমিক্রন’ ধরনে দুইজন আক্রান্ত

রবিবার, নভেম্বর ২৮, ২০২১

প্রিন্ট করুন
prothomalo bangla 2021 05 d262ad38 3d1f 4926 bcec e6e99d4b06ac England covid 1

চলমান ডেস্ক: ব্রিটেন শনিবার (২৭ নভেম্বর) করোনার নতুন ধরন ওমিক্রনে দুইজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। দুইজনেরই দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে। এর ফলে ব্রিটেন ওই অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করেছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে জিনোম সিকোয়েন্সিং করে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দুইজনের শরীরে বি.ওয়ান.ওয়ান ৫২৯ (ওমিক্রন) নামের কোভিড-১৯ নিশ্চিতভাবে শনাক্ত করেছে।’

এতে আরো বলা হয়, ‘দুইজনেরই দক্ষিণ আফ্রিকায় সফরের ইতিহাস রয়েছে।’

কর্মকর্তারা জানান, শনাক্ত দুইজনের একজন নটিংহাম শহরের, অন্যজন লন্ডনের পূর্বাঞ্চলীয় চেমসফোর্ডের।

স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিড বলেন, ‘আমরা খুব দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিচ্ছিন্ন করেছি। এ সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছিল তাদের সনাক্তের কাজ চলছে।’

তিনি আরো বলেন, ‘সরকার দক্ষিণ আফ্রিকার আরো দেশের সাথে ভ্রমণে রেড এলার্ট জারি করেছে। এসব দেশ হলো মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া ও অ্যাঙ্গোলা। রোববার (২৮ নভেম্বর) থেকে এ আদেশ কার্যকর হচ্ছে।’

ব্রিটেন ইতিমধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলের আরো ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। সে সব দেশ হল দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, ইসোয়াতিনি, লেসেথো, জিম্বাবুয়ে ও বতসোয়ানা।

চলমান নিউইয়র্ক/মোহাম্মদ আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন