রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশল হিসেবে ইউক্রেনের যুদ্ধের মধ্যেই নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া।

রোববার (১১ ডিসেম্বর) দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেদভেদেভ রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। পুতিনপন্থী হিসেবে পরিচিত, মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। পরে তিনি ২০১২ সালে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২০ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এখন মেদভেদেভ রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পরিষদের চেয়ারম্যান হলেন প্রেসিডেন্ট পুতিন।

মেদভেদেভ তিনি জানান, নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্র তাদের দেশকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো শত্রুদের হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি তারা চাপেও থাকবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নতুন ধরনের অস্ত্র তৈরির ইঙ্গিত দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে হাইপারসনিক অস্ত্র। এই অস্ত্রটি প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন