চলমান ডেস্ক: করোনা পরিস্থিতি সামাল দিতে ২০১৯ সালের পর থেকে অতিরিক্ত ব্যয় নির্বাহ করতে যুক্তরাষ্ট্রের গৃহীত ঋণের পরিমাণ বেড়েছে প্রায় সাত লাখ কোটি ডলার। এই নিয়ে নতুন বছরে দেশটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ কোটি মার্কিন ডলারে। যা দেশটির অর্থনীতিবিদদের ভাবিয়ে তুলছে। শঙ্কা সৃষ্টি হয়েছে দীর্ঘমেয়াদি ক্ষতির।
মঙ্গলবার (১ জানুয়ারি) দেশটির রাজস্ব দফতরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের শুরুতে যুক্তরাষ্টের সরকারি ঋণের পরিমাণ ৩০ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। করোনা মহামারির সময়ে যুক্তরাষ্ট্র সরকারের ঋণ নেওয়া বেড়ে যায়। এই সময় ওয়াশিংটন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বেপরোয়া ব্যয় শুরু করে।
কোন পরিমাণ ঋণকে খুব বেশি বলা যাবে তা নির্ণয় করা অসম্ভব। তবে যুক্তরাষ্ট্রের এই ঋণের পরিমাণ থেকে সৃষ্ট সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
জেপি মর্গান অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রধান বৈশ্বিক কৌশলবিদ ডেভিড কেলি বলেন, ‘এটা স্বল্পমেয়াদী কোনো সংকট নয় বরং এর অর্থ হচ্ছে আমরা দীর্ঘমেয়াদে আরও দরিদ্র হতে যাচ্ছি।’
আইআই /সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন