সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতির প্রভাবে বিপাকে পড়ছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র এক বছরের ব্যবধানে দেশটিতে ভর্তি হতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা অনুমোদনের হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যু কমেছে ১৯ শতাংশের বেশি, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারতের ওপর।
তথ্য অনুযায়ী, শুধু আগস্ট মাসেই যুক্তরাষ্ট্র ৮৬ হাজারের বেশি চীনা শিক্ষার্থীকে ভিসা দিয়েছে— যা ভারতীয়দের তুলনায় দ্বিগুণ। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসন চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগ নিচ্ছে এবং সে কারণেই ভারতীয়দের জন্য ভিসা সীমিত করা হয়েছে।
এদিকে, গাজায় ইসরায়েলি অভিযানের বিরোধিতা করে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেওয়ায় বহু বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ; এদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় রয়েছেন।
এর পাশাপাশি, ভিসা সাক্ষাৎকারের প্রক্রিয়া জটিল হওয়া ও এইচ–১বি ভিসার ফি বৃদ্ধি ভারতীয় প্রযুক্তিবিদদের জন্য নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব কারণে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের আকর্ষণ হারাতে বসেছে।
দীর্ঘদিন ধরে ভারতীয় শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র ছিল উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের প্রধান গন্তব্য। তবে নতুন নীতিগুলো সেই ‘আমেরিকান ড্রিম’কে অনিশ্চিত করে তুলছে। ফলে অনেকে বিকল্প হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের দিকে ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন