সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গা, ট্রাম্পকন্যাকে তলব

শুক্রবার, জানুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্পকে তলব করা হয়েছে। সেই সাথে তদন্তের কাজে সহযোগীতা করার আহ্বান জানিয়েছে তদন্তকারী কংগ্রেসনাল কমিটি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ইভাংকা ট্রাম্পের কাছে পাঠানো একটি চিঠিতে কমিটির চেয়ারম্যান বেনি টম্পসন বলেছেন, প্যানেল তার কাছে জানতে চায় তিনি ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়া কংগ্রেসনাল সার্টিফিকেশনকে ব্যর্থ করার জন্য তার বাবার প্রচেষ্টা সম্পর্কে তিনি কী জানেন।

আইনপ্রণেতারা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রত্যয়ন করার প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটলের ভেতরে তাণ্ডব চালালে তখন ট্রাম্প কী করেছেন তাও তারা জানতে চান।

টম্পসন বলেন, কমিটি তার বাবার হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাংকা ট্রাম্পের সঙ্গে দেখা করতে চায়। কারণ বাইডেনের অভিষেকের দুই সপ্তাহ আগে এবং ট্রাম্প ওয়াশিংটন ছেড়ে যাওয়ার আগে ২০২১ সালের ৬ জানুয়ারির সেই গুরুত্বপূর্ণ মুহুর্তে তিনি ট্রাম্পের সঙ্গে ছিলেন।

আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন