বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল ঈগল

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: প্রায় ২৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের প্রতিপত্তি ও শক্তির প্রতীক ব্যাল্ড ঈগল এবার দেশটির জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিলে সই করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

পৃথিবীতে যত শিকারি পাখি আছে, ঈগল তাদের অন্যতম। সব ঈগল কিন্তু দেখতে এক রকম নয়। এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশে প্রায় ৬০ প্রজাতির ঈগল দেখা যায়। অন্য মহাদেশগুলোতে আছে আরও প্রায় ১৪ প্রজাতির ঈগল। এর মধ্যে সিংহের মত কেশরযুক্ত এক ধরনের ঈগল রয়েছে। ইংরেজিতে এদের ব্যাল্ড ঈগল বলা হয়। এদের রয়েছে সাদা মাথা, হলুদ রঙের বড় বাঁকানো ঠোঁট আর উজ্জ্বল বাদামী পালকবিশিষ্ট দেহ।

১৭৭৬ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জন করে যুক্তরাষ্ট্র। স্বাধীনতার ছয় বছর পর ১৭৮২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি সিল হিসেবে ব্যাল্ড ঈগলের ছবি ব্যবহার হয়ে আসছে।

অবশ্য তারও আগে থেকে এটাকে জাতীয় প্রতীক মনে করে আসছেন অধিকাংশ মার্কিনি। তবে, একে এত দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখির স্বীকৃতি দেয়া হয়নি। অবশেষে বিদায় নেয়ার আগে সেই স্বীকৃতি দিলেন বাইডেন।

মঙ্গলবার ঈগলকে স্বীকৃতি দেয়া ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বাইডেন। যেমন কোন অভিযোগে দোষী সাব্যস্ত হলে কংগ্রেসের সদস্যরা তাদের পেনশন উত্তোলন করতে পারবেন না- এমন একটি বিলেও স্বাক্ষর করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নৃশংসতা ও মৃত্যু প্রতিরোধে প্রথম বারের মত ‘ফেডারেল অ্যান্টি হেজিং স্ট্যান্ডার্ড’ চালু করেছেন তিনি।

এছাড়া সেলিব্রিটি প্যারিস হিলটন সমর্থিত আরেকটি বিল অনুমোদন করেছেন বাইডেন, যা যুবসমাজের কল্যাণ ও সেবা প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন