সিএন প্রতিবেদন: কৃষ্ণসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হওয়ার পর চলছে পাল্টাপাল্টি দোষারোপ। যুক্তরাষ্ট্রের অভিযোগ রাশিয়া যুক্তরাষ্ট্রের ড্রোনটি ধ্বংস করেছে। যদিও রাশিয়া বরাবরের মতোই অভিযোগটি অস্বীকার করে আসছে। তবে ড্রোন ধ্বংসকারী সেই পাইলটদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে নতুন করে যুক্তরাষ্ট্রের ক্ষতে জ্বালা ধরিয়ে দিয়েছে রাশিয়া।
শুক্রবার (১৭ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাইলটদের পুরস্কৃত করার এ ঘোষণা দেওয়া হয়।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ওই পাইলটদের প্রশংসা করে বলেন, মস্কো ফ্লাইটের জন্য নিষিদ্ধ করা ওই এলাকায় ড্রোন উড়তে বাধা দেওয়ার জন্য পাইলটদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এ সময় তিনি মস্কো আরোপিত ওই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস হয়েছে। এ নিয়ে উত্তেজনা চলছে মার্কিন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন