রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের কাছে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু

শনিবার, মার্চ ৯, ২০২৪

প্রিন্ট করুন

হিউস্টন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের নিকটে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন সেনা ও একজন সীমান্ত এজেন্টের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকাল দুইটা ৫০মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় ২১৫০টা) এ দুর্ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

জয়েন্ট টাস্ক ফোর্স নর্থ (জেটিএফ-এন) বিৃতিতে বলেছে, ‘ফেডারেল সাউথওয়েস্ট বর্ডার সার্পোট মিশনে নিযুক্ত একটি ইউএইচ-৭২ লাকোটা হেলিকপ্টার টেক্সাসের রিও গ্র্যান্ড সিটির নিকটে বিধ্বস্ত হয়।’

বিবৃতিতে বলা হয়, ‘এ হেলিকপ্টার দুর্ঘটনায় ‘যুক্তরাষ্ট্রের দুই সেনা ও একজন বর্ডার টহল এজেন্ট নিহত এবং এক সেনা আহত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।’

ম্যাকঅ্যালেন সিটির প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) পশ্চিমে টেক্সাসের লা গ্রুলা শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সিএন/আলী

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন