শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সরানো হলো বঙ্গবন্ধু-হাসিনার ছবি

রবিবার, আগস্ট ১১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসির দূতাবাস থেকে ছবি দুইটি সরানো হয়।

নিউইয়র্ক দূতাবাস জানিয়েছে, সোমবার সকাল থেকে যুক্তরাষ্ট্র বিএনপির কিছু নেতাকর্মী ফোন দিয়ে কনস্যাল জেনারেল ও ডেপুটি কনস্যাল জেনারেলের সঙ্গে দেখা করতে চান। পরে তাদের আসতে বলা হয়। কিন্তু তারা ৪০-৫০ জন কন্স্যুলেট ভবনের সামনে হাজির হন। প্রথমে তিনজনকে আলোচনার জন্য ডাকা হলে তারা অতর্কিতভাবে ৪০-৫০ জন একসঙ্গে কন্স্যুলেটের ভেতরে ঢুকে পড়েন।

প্রথমেই তারা জানতে চান অফিসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আছে কি না? এমন সময় তারা কনস্যাল জেনারেল নাজমুল হুদার কার্যালয়ে এবং ডিপুটি কনস্যাল জেনারেল নাজমুল হাসানের কার্যালয়ে ঢুকে দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পেয়ে তারা নিজেরাই ছবি নামাতে যান।

কনসাল জেনারেল ও ডিপুটি কনসাল তাদের বলেন আমাদের হাতে একটি নির্দেশনা এসেছে সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার। আমরা এ ছবি এখনই সরিয়ে নেব। এরপর বিএনপির নেতাকর্মীরা নিজ হাতে ছবি ও কিছু নৌকা নামিয়ে ফেলেন। বঙ্গবন্ধুর ছবি সরাতে চাইলে ডেপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান তা নিজের হাতে সরিয়ে দেন।

তবে তারা কোনো ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি করেননি বলে জানান ডেপুটি কনস্যাল। কনসাল জেনারেল নাজমুল হুদা জানান, দূতাবাসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামাতে বাধ্য করা কাউকেই তিনি চেনেন না। এর আগে কখনও তাদের দেখেননি। একইভাবে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামাতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন