যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান ফাতিমা নাজনীন প্রিসিলা।
রোববার (১৭ মার্চ) নিউইয়র্কের ম্যানহাটনের একটি অডিটোরিয়ামে অ্যাওয়ার্ডটি প্রিসিলাকে প্রদান করা হয়।
কাজের স্বীকৃতি স্বরূপ এ পর্যন্ত প্রায় ১৯টি অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার পেলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। প্রেসিডেন্ট জো-বাইডেনের সাক্ষর করা সার্টিফিকেট, একটি চিঠি এবং প্রেসিডেন্টের মনোগ্রামসহ গোল্ডেন মেডেল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত ফাতিমা নাজনীন প্রিসিলা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই মানবিক কন্যা বিভিন্ন সামাজিক কাজ করছেন প্রায় পাঁচ বছরেরও বেশী সময় ধরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রয়েছে ব্যাপক পরিচিতি।
প্রিসিলা তার এই পুরস্কার তার শুভাকাঙ্খী ও ফলোয়ারদের উৎসর্গ করেছেন। ফাতেমা নাজনীন প্রিসিলা বর্তমানে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও আইন বিষয়ে পড়ালেখা করছেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন