শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশি মেয়েদের বড় জয়

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

প্রিন্ট করুন
bd woman 1 1

চলমান ডেস্ক: ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭০ রানের রেকর্ড ব্যবধানে জয় পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

মঙ্গলবার  (২৩ নভেম্বর) হারারেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু শ্রিহর্ষ। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশি দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। দলীয় ৯৬ রানে ৪৭ রান করে মুর্শিদা খাতুনের বিদায়ের পর নিগার সুলতানাকে নিয়ে দলের হাল ধরেন শারমিন আক্তার।

দলীয় ১৪৪ রানে অধিনায়ক নিগার সুলতানা উইকেট হারালেও ব্যাট হাতে আলো ছড়াতে থাকেন শারমিন আক্তার। ৯ চারে ১২০ বল খরচায় শতক তুলে নেন এ ব্যাটার। শেষ পর্যন্ত এই ব্যাটার ১৪১ বলে ১১টি চারে ১৩০ রানে ভর করে ৩২২ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

এইদিকে ৩২৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইউএস’এ ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মহিকা কান্দানালা (১) রান আউট হয়ে ফেরেন দলীয় ১ রানের মাথায়। এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইউএসএ। দ্বিতীয় উইকেটে ১৪ রানের জুটি গড়েন গার্গি ভোগলে এবং সিন্ধু শ্রীহার্সা।

৯ম ওভারে বল হাতে আসেন সালমা খাতুন। আর বল হাতে এসেই তুলে নেন গার্গি ভোগলের উইকেট। ১৯ বলে ৬ রান করে ভোগলে যখন ফিরছেন তখন ইউএসএ’র স্কোরবোর্ডে রান মাত্র ১৫। দুই বল পরে লিসা রামজিত রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরলে ১৫ রানেই তৃতীয় উইকেট হারায় ইউএসএ। তার উইকেট তুলে নেন রুমানা আহমেদ।

চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন শ্রীহার্সা এবং শিবানি ভাস্কার। তবে দলীয় ২৪ রানের মাথায় রুমানা আহমেদের বলে উইকেটরক্ষক নিগার সুলতানার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শীহার্সা। আউট হওয়ার আগে তিনি করেন ১৫ রান। পরের ওভারে এসে ইসানি ভাঘেলাকে (১) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন সালমা খাতুন। ১৬তম ওভারে বল হাতে আবারও আসেন রুমানা। আর এসেই বাজিমাৎ। ইউএসএ’র স্কোরবোর্ডে তখন রান মাত্র ২৫। স্ট্রাইক প্রান্তে শিবানি। কিন্তু ১৭তম ওভারের চতুর্থ বলে রুমানার বলে এলবি হয়ে ফেরেন শিবানি। এতেই ২৫ রানে ৬ উইকেট হারায় ইউএসএ।

তবে ৭ম উইকেটে তারা নরিস এবং মকশা চৌধুরী ২৭ রানের জুটি গড়লে কেবল হারের ব্যবধানই কমে। ১৬ রান করা নরিসকে জাহানারা ফেরালে বাকিরা আর কোনো রানই যোগ করতে পারনেনি। নরিসের ফেরার পর ফাহিমা খাতুন মকশা এবং আকশাথা রাওকে তুলে নেন। এরপর উজমা ইফতিখার চোট পাওয়ায় আর ব্যাট করতে না নামলে ৫২ রানেই অলআউট হয় যুক্তরাষ্ট্র। আর এতেই বাংলাদেশ পায় ২৭০ রানের রেকর্ড গড়া জয়।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন