বিশ্বব্যাপী বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মানবিক সহায়তা কর্মসূচি ‘দ্য ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম’ (ডিএআরটিএস) বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থা (ইউএসএআইডি)-এর তহবিল সংকট এবং নতুন প্রশাসনের নীতিগত পরিবর্তনের কারণে এই কর্মসূচির কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে।
ডিএআরটিএস বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ এবং অন্যান্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০১০ সালে হাইতির ভূমিকম্প, ২০১১ সালে জাপানের সুনামি এবং ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার মতো বৈশ্বিক বিপর্যয়ে এই কর্মসূচির সদস্যরা দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়েছেন।
ইউএসএআইডির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে আফগানিস্তান, গাজা, সুদান এবং ইউক্রেনে ডিএআরটিএসের কার্যক্রম চলছে। তবে নতুন প্রশাসনের নীতির কারণে এই কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে কিছু কর্মীকে ওয়াশিংটনে ফিরে আসতে বলা হয়েছে এবং অন্যদের অফিসিয়াল যোগাযোগের সুযোগ সীমিত করা হয়েছে।
ইউএসএআইডির এক কর্মকর্তা বলেন, ‘আমাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে আমরা আর কাজ চালিয়ে যেতে পারছি না।’
ট্রাম্প প্রশাসন ইউএসএআইডিকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে, যার ফলে সংস্থার অনেক কর্মী চাকরি হারাবেন। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রমের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
ইউএসএআইডির ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্সের (বিএইচএ) সাবেক উপপ্রধান মার্সিয়া ওং বলেন, ‘ডিএআরটিএস দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী সংকটে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এটি বন্ধ হলে বৈশ্বিক মানবিক সহায়তা প্রচেষ্টায় বড় ধরনের প্রভাব পড়বে।’
ইউএসএআইডির অভ্যন্তরীণ সূত্র জানায়, সংস্থাটির ১০ হাজার কর্মীর মধ্যে মাত্র ৬০০ জনকে অপরিহার্য বলে ধরে রাখা হবে, তবে কাদের রাখা হবে তা এখনো নিশ্চিত নয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন