নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে শীত ও ছুটিরদিনের সময়গুলোতে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে গত জানুয়ারির মাঝামাঝি সময়ে একদিনের হিসেবে প্রায় আড়াই লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলো। তবে এবার সেই রেকর্ড ভেঙ্গে নতুন সর্ব্বোচ্চ সংক্রমণ দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৫ হাজারে।
বুধবার (২৯ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্যবিভাগ এক বিবৃতিতে জানায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২ লক্ষ ৬৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৬০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে; যা গত জানুয়ারিতে ছিলো প্রায় অর্ধেক।
যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ ডা. এন্থনি ফাউসি বলেছেন, সম্প্রতি ওমিক্রন ধরণের সাথে করোনা শনাক্তের হার বেড়েছে৷ তবে যারা টিকা ও বুস্টার ডোজ নিয়েছে তাদের জন্য পারিবারিক জমায়েত বা সমাগমের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে বড় জমায়েত এড়িয়ে চলা।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন