সিএন প্রতিবেদন: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর। কিন্তু কিছু গোষ্ঠী তিক্ততা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। তাদের বিষয়ে প্রবাসী সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম.পি।
প্রধান অতিথি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে , আমরা যে নীতি ও মূল্যবোধে বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রও সেই নীতি ও মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেখানে গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করেছি।
এসময় তিনি প্রবাসী সিলেটবাসীকে লিখিতভাবে সকল সমস্যা জানাতে অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জগলু চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান সাহা, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সভাপিত ও উপদেষ্টা বদরুন নাহার খান মিতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, সেন্টার ফর এন আর বি চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ এ খান, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, ও সাবেক সাহিত্য সম্পাদক শরিফুল হক মনজু, সাবেক বোর্ড অফ ট্রাস্টি আব্দুস সালাম, আব্দুস শহীদ, এডভোকেটে নাসির উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মূল ধারার রাজনৈতিক ফকরুল ইসলাম দেলোয়ার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সারোয়ার হোসেন, কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতা সোহান আহমেদ টুটুল, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভেট হাসান আলী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর নূর ভুইয়া, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মো. আছকির, সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, এডভোকেটে সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সিলেট বিভাগের বিভিন্ন বিষয় এবং নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট সেবার মান মন্ত্রীর সামনে তুলে ধরেন। বক্তারা বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসী হয়রানি, সিলেট সরকারি হাসপাতাল পরিষ্কর পরিচ্ছন্নতার বিষয়, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন, সিলেট বিমান বন্দর, বাংলাদেশ বিমান নিউইয়র্ক টু ঢাকা রুট, প্রবাসীদের বাংলাদেশ এনআইডি ব্যবস্থা সহজ করা, কনস্যুলেট ফোন সার্ভিসেস উন্নতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ও নিউইয়র্কে সদ্য নিয়োগ প্রাপ্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদার দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক বোর্ড অফ ট্রাস্টিস বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিয়ানীবাজার বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সমিতি সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, ওসমানী নাগর এসোসিয়েশনের সাবেক সভাপতি বশির উদ্দিন আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সভাপিত সুহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, কানেক্টিকাট আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, লায়েক আহমেদ, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি ও শিল্পপতি শামসুল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, ফকর উদ্দিন, আব্দুর ছবুর, ক্রীড়া সংগঠক ইসলাম উদ্দিন, গওহর চৌধুরী, রোকন আহমেদ, মো. জিল্লুর রহমান খান, হেলথ ফার্স্ট ম্যানেজার সালেহ আহমেদ, চাপিলানিন মুয়াজ্জাম চৌধুরী, শাহীন আহমেদ, চৌধুরী সালেহ, মো. ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন, এবিএম জাকের চৌধুরী, মোশাহিদ জে রাশেদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি রফিকুল আলম চৌধুরী বাবু, বঙ্গবন্ধু শিশু কিশোর জেলা কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী, এডভোক্যাকটে জয়জিৎ আচার্য, বিশিষ্ট কমিনিউনিটি এক্টিভিস্ট শাহান খান, বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূঁইয়া, আনজুমান আল ইসলাহের সহসভাপতি মাওলানা শাহান শাহ এয়াহিয়া, ব্রনক্সে আওয়ামী লীগের সহসভাপতি ও লেখক মো. আবু তাহের চৌধুরী, খালেদ আহমেদ, আব্দুল আজিজি, শাহ গোলাম রাহিম শ্যামল, জালালালবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সহ সাধারণ সম্পাদক নূর আলম জিকু প্রমুখ।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন