সিএন প্রতিবেদন: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মনে করেন, বৈশ্বিক দুই পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্রের উচিত পরস্পরের প্রতি বৈরীভাব পোষন না করে মিত্রতা ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানো।
শুক্রবার (২৬ এপ্রিল) বেইজিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে এক বৈঠকে নিজের এই মনোভাব ব্যক্ত করেন প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি বলেন, ‘আমি বেইজিং-ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিভিন্ন ইস্যুতে সমপরিমাণ অংশীদারিত্ব দেখতে চাই। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়েই এই তিনটি বিষয় অর্জন করা সম্ভব।’
এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, বেইজিং সবসময়ই যুক্তরাষ্ট্রের উন্নতি ও সাফল্যে খুশি হয় এবং আশা করে, একটি স্থিতিশীল, উন্নত এবং অগ্রবর্তী দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে যুক্তরাষ্ট্রও এগিয়ে আসবে।
তবে এক্ষেত্রে বড় কিছু বাধা রয়েছে— তা স্বীকার করেছেন জিনপিং এবং ব্লিনকেন উভয়ই; আর সেই বড় বাধাগুলো হলো রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে চীনের সহায়তা প্রদান, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠকে এই তিন ইস্যুতে আলোচনা হয়েছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন