নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে গলফ খেলার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে নিজেকে দেশটির ৪৫ তম এবং ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট বুধবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প খেলার সময় সতীর্থ সাবেক কমান্ডার-ইন-চিফের সাথে আলাপের সময় এসব কথা বলেন তিনি। যার একটি ভিডিও ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে। তবে নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম রাস্ট্রপতি হিসেবে অফিসিয়ালি কোন ঘোষণা দেননি ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প যখন প্রথম টি-এর দিকে হাঁটছিলেন তখন তার সতীর্থ ক্যামেরা ধরে বলছিলো “এখন টি-তে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি।”
তাৎক্ষণিক পাল্টা জবাবে ট্রাম্প বলেন, ‘”৪৫তম এবং ৪৭তম।”
জবাবে সতীর্থ বলেন,”হ্যাঁ, আমি এটি পছন্দ করেছি।”
যদিও ট্রাম্প জনসম্মুখে আরেকবার হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার কথা জানান নি। তবে ইতিমধ্যে নিজের জনপ্রিয়তা যাচাইয়ে বেশ কয়েকটি জরিপ চালিয়েছেন ট্রাম্প। আর জরিপে রিপাবলিকনদের মধ্যে নিজেকে জনপ্রিয় হিসেবে দেখছেন তিনি।
প্রসঙ্গত, ডোনাল্ড জে ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে। তিনি যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। ২০১৭ সালের ২০ জানুয়ারি শপথ নেন ট্রাম্প। ২০২০ সালে অনুষ্ঠিত ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। যদিও তিনি নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন