রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে আইসোলেশনের বিধিনিষেধ শিথিল

মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

প্রিন্ট করুন
118842170 551a5ac4 2d5b 4ddb baa8 b8d8680d0b9e 1

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রয়োগ করা আইসোলেশনের বিধিনিষেধ শিথিল করা হয়েছে । নতুন সিদ্ধান্ত অনুযায়ী করোনায় আক্রান্ত কোন ব্যক্তির আইসোলেশন ১০ দিন থেকে কমিয়ে ৫ দিনে আনা হয়েছে। সেই সাথে আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠদের কোয়ারান্টাইনের সময়ও কমিয়ে আনা হয়েছে। 

সোমবার (২৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোদ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সিডিসি কর্মকর্তারা জানান, দেশটির সম্প্রতি করোনা সংক্রমণ বেড়েছে। তবে করোনায় আক্রান্ত হওয়ার আগে এবং তিনদিন পরে সংক্রমণের মাত্রা তীব্র থাকে। আর এসব তথ্য বিশ্লেষণ করে। আইসোলেশনের সময় কমিয়ে আনা হয়েছে। 

কর্মকর্তারা আরো বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তিদের উপর গবেষণা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গবেষণায় দেখা গেছে, আগের ধরণগুলোর তুলনায় ওমিক্রনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এতে করে স্বাস্থ্য, বিমান ও ব্যবসায় খাতে মারাত্মক ক্ষতি সাধন করছে। 
সিডিসি ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কি বলেন, আমেরিকায় প্রচুর ওমিক্রন রোগী শনাক্ত হচ্ছে। তবে  এতে গুরুতরের সংখ্যা কম। অনেকেই উপসর্গ ছাড়াও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। 

এইদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার করোনা প্রতিরোধে নতুন কৌশল ও জানুয়ারিতে ৫০৯ মিলিয়ন নাগরিকদের বিনামূল্যে করোনা টিকার দেওয়ার এক পরিকল্পনা জানিয়েছেন। 

এর আগে গত সপ্তাহে সিডিসি স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের কোয়ারান্টাইনের বিধিনিষেধ শিথিল করে। সে সময় নতুন সুপারিশে বলা হয়, কর্মীদের করোনা নেগেটিভ হওয়ার পর সাত দিন পরে কাজে ফিরে যেতে পারে। তবে এখন তা কমিয়ে পাঁচ দিন বা তার চেয়েও কম নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। 

নির্দেশনা একটি আদেশ নয়; এটি নিয়োগকর্তা এবং রাজ্য এবং স্থানীয় কর্মকর্তাদের জন্য একটি সুপারিশ। গত সপ্তাহে, নিউইয়র্ক রাজ্য বলেছে যে এটি স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য CDC-এর নির্দেশিকাকে প্রসারিত করবে এমন কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে যাদের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলি গুরুতর কর্মী সংকটের মুখোমুখি।

এটা সম্ভব যে অন্যান্য রাজ্যগুলি তাদের বিচ্ছিন্নতা এবং কোয়ারেন্টাইন নীতিগুলিকে ছোট করার চেষ্টা করবে এবং সিডিসি শিফটের আগে বেরিয়ে আসার চেষ্টা করছে। “এটি ইউনিফর্ম সিডিসি নির্দেশিকা থাকা সহায়ক হবে” যেটি অন্যরা নীতির মিশম্যাশের পরিবর্তে আঁকতে পারে, ওয়ালেনস্কি বলেছিলেন।

তবে সিডিসির বিধিনিষেধ সংক্রান্ত নির্দেমিকার সমালোচনা করেছেন আমেরিকান বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য আইনের একজন লিন্ডসে উইলি। তিনি বলেন, আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের বিষয়ে সিডিসির নির্দেশিকা ও সুপারিশগুলো জনসাধারণের কাছে বিভ্রান্তিকর বলে মনে হয়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন