সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে সর্বকালের সবচেয়ে বড় রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণ সফল হওয়ার মাত্র তিন মিনিট পর রকেটটি ধ্বংস হয়ে যায়।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে টেক্সাস রাজ্যের পূর্ব উপকূলের একটি কেন্দ্র থেকে রকেটটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
জানা যায়, স্পেসএক্সের স্টারশিপ রকেট বিশ্বের রকেট নির্মাণের ইতিহাসে বৃহত্তম। এর উচ্চতা ১২০ মিটারেরও বেশি। উৎক্ষেপণের পর রকেটটি মেক্সিকো উপকূলের দিকে অগ্রসর হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এটা স্পষ্ট হয়ে গেল যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। রকেটের দুটি অংশ ছিল। রকেট দুইটির বিচ্ছেদের সময় বিস্ফোরণটি ঘটে। উপরে ওঠার সঙ্গে সঙ্গে এর ৩৩ টি ইঞ্জিনের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যায়। সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। উড্ডয়নের তিন মিনিট পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় ধরনের বিস্ফোরণ দেখা যায়।
স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তার কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে আরেকটি রকেটের পরীক্ষা চালাবে
এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণের জন্য অনেক কিছু শিখেছি।’
রকেট বিস্ফোরণে খুব বিচলিত নন ইলন মাস্ক। কারণ রকেট উৎক্ষেপণের আগে তিনি জানিয়েছিলেন, এটি যদি মাটি থেকে উৎক্ষেপণ করা যায় বা উৎক্ষেপণস্থলে বিস্ফোরিত না হয় তবে তা সফল বলে বিবেচিত হবে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন