সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে এবার বন্ধ হলো সিগনেচার ব্যাংক

সোমবার, মার্চ ১৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি দেউলিয়া হওয়ার দু’দিন না যেতেই পর এবার বন্ধ হলো আরেক জনপ্রিয় ব্যাংক সিগনেচার ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকটির গচ্ছিত অর্থ ও যাবতীয় নথিপত্র অধিগ্রহণ করেছে সরকার।

রোববার (১২ মার্চ) বন্ধ হয়ে যায় সিগনেচার ব্যাংক। তবে সোমবার থেকে গ্রাহকরা তাদের গচ্ছিত অর্থ উত্তোলন করতে পারবেন।

জানা যায়, সিলিকন ভ্যালির মতো সিগনেচার ব্যাংকও গ্রাহকদের মাঝে জনপ্রিয় ছিল। বহু মানুষ এই ব্যাংকে সঞ্চিত অর্থ রেখেছিলেন। কিন্তু সম্প্রতি ব্যাংকটির অগ্রগতি থমকে যায়।

এদিকে ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা মেটাতে বাড়তি অর্থের জোগান দেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন ফেডেরাল রিজার্ভ। আমেরিকান ট্রেজারি, ফেডেরাল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের সঙ্গে যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। আমাদের ব্যাংকিং ব্যবস্থার ওপর গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন